আবারও জয় বিপ্লবের, লাপাতা লেডিজ’ সিনেমার কাহিনির জন্য পেলেন পিংকভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন্স আওয়ার্ডস ২০২৫

আগরতলা, ৩১ মার্চ : প্রখ্যাত চিত্রনাট্যকার ও পরিচালক বিপ্লব গোস্বামী আরও একবার পেলেন সেরার পুরস্কার। ‘লাপাতা লেডিজ’ সিনেমার কাহিনির জন্য ত্রিপুরার এই ভূমিপুত্র এবার পেলেন পিংকভিলা স্ক্রিন অ্যান্ড স্টাইল আইকন্স আওয়ার্ডস ২০২৫’। গত ২৭শে মার্চ মুম্বইয়ে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী সন্ধ্যায় ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন জগতের অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানানো হয়। এই ভারকাখচিত আয়োজনে বিপ্লব গোস্বামীর পাশাপাশি পুরস্কৃত হয়েছেন রাজকুমার রাও, শাহিদ কাপুর, সুস্মিতা সেন, কাজল, শ্রদ্ধা কাপুর, অক্ষয় কুমার, অনন্যা পান্ডে, সোনু নিগম, হিমেশ রেশামি যা এবং অনুপম খেরের মতো দিকপালরা।

২০০৭ সালে প্রতিষ্ঠিত পিংকভিলা ভারতীয় বিনোদন ও ফ্যাশন দুনিয়ার শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম। বছরের পর বছর ধরে এটি চলচ্চিত্র তারকা ও নির্মাতাদের কাজকে সম্মান জানিয়ে আসছে। পিংকভিলা স্ক্রিনে অ্যান্ড স্টাইল আইকন্স আওয়ার্ডসের এটি ছিল চতুর্থ বর্ষ এবং ইতিমধ্যেই এটি বিনোদন জগতের সেরাদের সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ মঙ্গ হয়ে উঠেছে।

এই সম্মানের আগে লাপাতা লেডিজ ছবিটি ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নিবার্চিত হয়ে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করে। শুধু বাণিজ্যিক সাফল্য নয়, ছবিটির শক্তিশালী সামাজিক বার্তা এভটাই প্রভাব ফেলেছিল যে ভারতের সুপ্রিম কোর্টে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ স্ক্রিনিং-এর আয়োজন করা হয়।

আন্তর্জাতিক ক্ষেত্রে ‘লাপাতা লেডিজ’ ছবিটি জাপানের প্রেক্ষাগৃহে মুক্তি পায়, যেখানে এটি একাধিক মাস ধরে সফলভাবে প্রদর্শিত হয় এবং শেষমেশ জাপানিজ ফিল্ম অ্যাকাডেমি অওয়ার্ডস-এ সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়। সিনেমাটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও বিশেষ ভাবে সমাদৃত হয়। ‘লাপাতা লেডিজ’ মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়। শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্বের মন জয় করে নিয়েছে বিপ্লব গোস্বামীর লেখা এই সিনেমা।

বিপ্লবের ত্রিপুরা থেকে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে সিনেমার শিঙ্কা এবং সেখান থেকে ভারতীয় চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু মুম্বই পৌঁছানোর অসাধারণ যাত্রাও প্রায় সিনেমার মতোই। তার এই পুরস্কারপ্রাপ্তি কেবল ব্যক্তিগত সাফল্য নয়, এটি ত্রিপুরার জন্যও এক গর্বের মুহূর্ত। প্রসঙ্গত, মার্চ ২০২৫-এ আইফা অওয়ার্ডস -এ ‘লাপাতা লেডিজ’ এর জন্য সেরা মৌলিক কাহিনির পুরস্কার পাওয়ার পর এই নতুন সম্মান তাকে সমসাময়িক ভারতীয় সিনেমার অন্যতম তাৎপর্যপূর্ণ ফিল্ম রাইটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *