আগরতলা, ৩১ মার্চ : বালি বোঝাই লরি খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালিটিলায় ওই দূর্ঘটনায় আহত হয়েছে তিনজন শ্রমিক। এর মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর চালকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে লরির চালক রাকেশ দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন একজন শ্রমিক। বাকি ২ জন শ্রমিক অল্পবিস্তর আঘাত পেয়েছেন। এলাকাবাসীরা সাথে সাথে দমকলবাহীনি এবং পুলিশকে খবর দিয়েছেন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর চালকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।