বিজেপি সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছে না : অখিলেশ যাদব

লখনউ, ৩১ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, বিজেপি সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছে না। ঈদুল ফিতর উপলক্ষ্যে সোমবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লখনউয়ের ঈদগাহে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “আজ যখন আমি এখানে আসছিলাম (ঈদ উদযাপনে যোগ দিতে), তখন পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাকে থামিয়ে দিয়েছিল। আধ ঘণ্টা কথা বলার পর, আমাকে এগিয়ে যেতে দেওয়া হয়েছিল। যখন আমি জানতে চাইলাম কেন এটা করা হচ্ছে, তখন কোনও অফিসারের কাছে কোনও উত্তর ছিল না। এর থেকে আমার কী বোঝা উচিত? এমন চাপ তৈরি করা হচ্ছে যাতে আমরা অন্যদের উৎসবে যোগ না দিই? বিজেপি সংবিধান অনুসারে এই দেশ চালাচ্ছে না।”

মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, “আমি সমগ্র রাজ্য, দেশ এবং বিশ্বের সকল মানুষকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই একে অপরকে আলিঙ্গন করে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করি এবং আশা করি আমরা সকলেই একে অপরকে আলিঙ্গন করে একে অপরকে সম্মান করি। এটাই আমাদের দেশের সৌন্দর্য, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *