প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ কার্যক্রমের ১২০তম পর্ব সম্প্রচারিত

আগরতলা, ৩০ মার্চ: আজ সম্প্রচারিত হলো ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২০তম পর্ব। এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি প্রান্তের জনগণের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রধানমন্ত্রী মোদী আজকের পর্বে আসন্ন নববর্ষ উদযাপন, গ্রীষ্মের ছুটিতে করণীয়, জল সংরক্ষণে সাফল্য, দিব্যাঙ্গজন খেলোয়াড়দের অনুপ্রেরণামূলক গল্প, ভারতীয় সংস্কৃতির বিশ্বব্যাপী প্রসার, টেক্সটাইল বর্জ্য ব্যবস্থাপনা, ফিটনেস ক্যাম্পেইন, আন্তর্জাতিক যোগ দিবসের গুরুত্ব এবং মহুয়া নির্ভর উদ্ভাবনী উদ্যোগ-সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

ত্রিপুরায়ও আজকের এই পর্বটি বিশেষ গুরুত্ব সহকারে শোনা হয়েছে। ৮ নম্বর টাউন বড়দোয়ালী মন্ডলের ১০ নম্বর বুথের (সিটি সেন্টার) নাগরিকদের সঙ্গে এই পর্বটি শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, ১০ মজলিশপুর মন্ডলের ১ নম্বর বুথের নাগরিকদের সঙ্গে বসে এই কার্যক্রম শোনেন সাংসদ রাজীব ভট্টাচার্য এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

‘মন কি বাত’ প্রধানমন্ত্রী মোদীর এক অনন্য উদ্যোগ, যার মাধ্যমে দেশের সাধারণ মানুষের সাফল্য, সংস্কৃতি এবং সমাজের উন্নয়নমূলক দিকগুলো তুলে ধরা হয়। দেশের জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং আগ্রহই এই কার্যক্রমকে আরও জনপ্রিয় করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *