নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ:
রবিবার আগরতলা টাউন হলে আগামী ২০মে দশটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে এক কনভেনশন অনুষ্ঠিত হয় আজ। আগামী ২০শে মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। ধর্মঘটের সমর্থনে রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার আগরতলার টাউন হলে। দশটি ট্রেড ইউনিয়ন বিভিন্ন সংগঠনের আহ্বানে অনুষ্ঠিত হয় এই কনভেনশন।
উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব রঘুনাথ সরকার সহ রাজ্য নেতৃত্ব সি আই টি ইউর শংকর প্রসাদ দত্ত ,মানিক দে সহ অন্যান্যরা। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা রঘুনাথ সরকার কেন্দ্রীয় সরকারের নতুন পেনশন নীতির তীব্র সমালোচনা করেন। পুরানো পেনশন নীতি ফিরিয়ে আনার জন্য তিনি জোরালোভাবে জানান। তিনি বলেন বর্তমান সরকারের আমলে রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হচ্ছে। পুলিশের কাছ থেকে আগাম অনুমতি নিয়েও সভা সমাবেশ করা যাচ্ছে না। সরকার পক্ষের এ ধরনের মানসিকতা তীব্র সমালোচনা করে জনগণকে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।