নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ মার্চ:
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বিশালগড় রঘুনাথপুরে।
বিশালগড় রঘুনাথপুর এলাকার বিশ্বনাথ দেবের ছেলে অভিজিৎ দেবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো রবিবার সকালে। প্রত্যেকদিনের মতোই শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন অভিজিৎ দেব।
রবিবার সকালবেলায় পরিবারের লোকজন অভিজিৎ দেবকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ কয়েক ঘণ্টা পর বাড়ির পাশে একটি নির্জন স্থানে পেয়ারা গাছে অভিজিৎ দেবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর দেয়া হয় বিশালগড় থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালের ডোম। ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্ত করতে দেহটি নিয়ে যাওয়া হল বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে। তবে পরিবারের লোকেদের কাছ থেকে জানা যায় সে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছিলেন। এটা কি খুন নাকি আত্মহত্যা ময়নার তদন্তের পর বেরিয়ে আসবে মূল রহস্য। তবে স্থানীয়দের অনুমান অভিজিৎ দেব নিজে থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।