১২ বছর পর সঙ্ঘের সদর দফতরে মোদী, ঘুরে দেখলেন স্মৃতি মন্দির

নাগপুর, ৩০ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার নাগপুরে আরএসএস-এর সদর দফতর রেশম বাগে হেডগেওয়ার স্মৃতি মন্দিরে গেলেন নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন স্মৃতি মন্দির। ভারতের সেবায় সঙ্ঘ এবং তার স্বেচ্ছাসেবকেরা কী ভূমিকা নেন, তা নিজের বার্তায় তুলে ধরেছেন মোদী। তিনি লেখেন, ‘‘ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সঙ্ঘের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থানই জাতির সেবায় আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা চাই, আমাদের প্রচেষ্টা ভারতকে আরও উজ্জ্বল করুক।’’ স্মৃতি মন্দির পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেন।

মোদী শেষ বার সঙ্ঘের সদর দফতরে গিয়েছিলেন ২০১৩-র জুলাই মাসে, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পরে। ১২ বছর পর আবার সঙ্ঘের সদর দফতরে পা রাখলেন তিনি। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *