গুয়াহাটি, ৩০ মাৰ্চ (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলান্তর্গত হাটশিঙিমারির সুখচর থানাধীন ব্ৰহ্মপুত্ৰ নদের উন্মুক্ত সীমান্তগ্রাম হাতিরচর বিওপির অধীন দেওয়ানের-আলগা চরে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র ১৫০ নম্বর ব্যাটালিয়নের ওপর পেট্রোলবম হামলাকারীদের বিরুদ্ধে আজ রবিবার সুখচর থানায় এফআইআর দায়ের করেছেন বিএসএফ কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ঘটনা গতকাল শনিবার রাত প্রায় সাড়ে নয়টা নাগাদ সংঘটিত হয়েছে। এদিন সন্ধ্যার দিকে হাতিরচর বিওপি থেকে বিএসএফ-এর ১৫০ নম্বর ব্যাটালিয়নের এক দল দেওয়ানের-আলগা চরে তালাশি অভিযান চালিয়েছিল। তখন বিএসএফকে বাধা দিতে ঢাল হিসেবে মহিলাদের এগিয়ে দেয় গ্রামের পুরুষরা। ইত্যবসরে মহিলাদের পেছন থেকে বিএসএফকে লক্ষ করে পেট্রোল বোমা ছোঁড়া হয়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমাটি বিএসএফ জওয়ানদের ওপর না পড়ে মহিলাদের ভিড়ে পড়ে বিস্ফোরিত হয়। এতে মহিলা ও নাবালক সহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে বিএসএফ-এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের বক্তব্য, সংশ্লিষ্ট গ্রামে তালাশি অভিযান চালাতে গেলে বিএসএফ-কে লক্ষ্য করে পেট্রোলবম ছোঁড়া হয়। পেট্রোলবম বিস্ফোরণে মহিলা ও নাবালকরা জখম হয়েছেন। তবে বিএসএফ আতিশয্য চালিয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে সীমান্তরক্ষী বাহিনীর গুয়াহাটি ফ্রন্টিয়ার।
জানা গেছে, বোমা বিস্ফোরণে চার মহিলা এবং ১৫ বছর বয়সি এক নাবালক জখম হয়েছে। সঙ্গে সঙ্গে আহতদের নিয়ে যাওয়া হয় হাটশিঙিমারি জেলা হাসপাতালে। কিন্তু ১৫ বছরের নাবালক সহিদুর ইসলাম মোল্লার জখম গুরুতর বলে তাঁকে পাঠানো হয়েছে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। জখমদের সালেমা খাতুন, সুনা বানু, হুসনেরা খাতুন এবং জাহানারা খাতুন বলে পরিচয় পাওয়া গেছে।
এদিকে আজ রবিবার বিএসএফ-এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ-এর এক দল দেওয়ানের-আলগা গ্রামে তালাশি অভিযান চালাতে গিয়েছিল। তখন গ্রামবাসীরা লাঠিসোঁটা নিয়ে বিএসএফ দলের ওপর হামলার চেষ্টা করে। এরই মধ্যে কে বা কারা পেট্রোল বম ছোঁড়ে। বমটি বিএসএফ-এর ওপর না পড়ে বাধাপ্রদানকারী ভিড়ে গিয়ে পড়ে। গ্রামবাসীরা বিএসএফকে প্ৰতিরোধ করতে মহিলা ও নাবালক-নাবালিকাদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল।
বিএসএফ-এর আধিকারিক সূত্রটি জানিয়েছে, ঘটনার প্রকৃত তথ্য এখনও পাওয়া যায়নি। তদন্ত চলছে। তদন্তের পরই এ বিষয়ে স্পষ্ট করে বলা হবে। তবে আজ (রবিবার) সুখচর থানায় দেওয়ানের-আলগা চরে গতরাতে বিএসএফ-এর ওপর হামলাকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, শনিবার সন্ধ্যায় হাতিরচর সীমান্তে দেওয়ানের-আলগা চর গ্ৰামে বিএসএফ-এর এক সশস্ত্র দল এসে জনৈক ব্যক্তিকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন গ্রামের মানুষ বিএসএফকে বাধা দেয়। এ সময় কেউ পেট্রোল বোমা ছোঁড়ে হামলা চালায়। কিন্তু বিএসএফ এক যুবককে তুলে নিয়ে গেছে। তাঁরা জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে সুখচর থানায় বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।