নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ:
ত্রিপুরা সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তর দ্বারা জাতীয় লাইভস্টক মিশনের এক দিবসীয় কুমারঘাট মহকুমাভিত্তিক পশু ও পাখি মেলা ২০২৫ অনুষ্ঠিত হয় মাছমারা ভেটেনারি ডিস্পেন্সারি প্রাঙ্গনে। সেখানে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রাণী পালকরা অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, এমডিসি স্বপ্নারানী দাস, পেচারতল ব্লকের বিএসই -র চেয়ারম্যান সজল চাকমা,
ঊনকোটি জেলার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপঅধিকর্তা ডঃ রাহুল ধর পুরকায়স্থ, সহঅধিকর্তা ডঃ বিকাশ দেবনাথ সহ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য অফিসার বৃন্দরা।
এদিন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পানী পালকরা মেলায় গরু ,মহিষ, ছাগল, শুকর , খরগোশ, হাস, মুরগ, সহ বিভিন্ন প্রাণী নিয়ে হাজির হন। এদিন অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন গ্রামীণ অর্থনৈতিক মজবুত করার জন্য এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য প্রাণিসম্পদের ভূমিকা সবার কাছে পৌঁছে দিতে আহ্বান রাখেন।
পাশাপাশি ন্যাশনাল লাইভস্টক মিশনের মাধ্যমে মুরগির খামার ভেড়া, ছাগল এবং শূকরের খামারের জন্য ২৫ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সাবসিটির ব্যবস্থা রাখা হয়েছে সরকারি তরফে। এটি ভারত সরকারের প্রাণিসম্পদ এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য স্বরোজগারি হওয়ার জন্য অন্যতম প্রকল্প।