নেপিদ, ৩০ মার্চ (হি.স.): ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৬৪৪। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবেশী দেশ থাইল্যান্ডে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ১৭ জনের। মায়ানমারে ভূমিকম্পে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪০৮ এবং ১৩৯ জনের খোঁজ নেই।
প্রতিবেশী দেশ থাইল্যান্ডে, রবিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৭ হয়েছে। ব্যাঙ্কক মেট্রোপলিটন কর্তৃপক্ষ জানিয়েছে, ৩২ জন আহত এবং ৮৩ জন এখনও নিখোঁজ – বেশিরভাগই ৩০ তলা বিশিষ্ট নির্মাণাধীন টাওয়ার ব্লক ধসে পড়ার ঘটনাস্থল থেকে।