পুলিশের গুলিতে নিহত কুখ্যাত অপরাধী অনুজ, মাথার দাম ছিল ২.৫ লক্ষ টাকা

জামশেদপুর, ৩০ মার্চ (হি.স.): দীর্ঘ ৫ বছর ধরে অনুজ কনৌজিয়ার খোঁজ পায়নি উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অন্তত ২৩টি মামলায় অভিযুক্ত ছিল মুখতার আনসারি গোষ্ঠীর এই অপরাধী। তার মাথার দাম ছিল আড়াই লক্ষ টাকা। শেষ পর্যন্ত শনিবার রাতে সংঘর্ষে (এনকাউন্টারে) প্রাণ হারাল অনুজ। উত্তর প্রদেশ এসটিএফ এবং ঝাড়খণ্ড পুলিশ জামশেদপুরে যৌথ অভিযানে নেমেছিল। তাতেই প্রাণ হারিয়েছে অনুজ। এনকাউন্টারে আহত হয়েছেন এসটিএফের ডেপুটি সুপার ডিকে শাহি।

জামশেদপুরের এসএসপি কৌশল কিশোর রবিবার সকালে জানিয়েছেন, “শনিবার রাতে, উত্তর প্রদেশ এসটিএফ এবং ঝাড়খণ্ড পুলিশের এটিএস একটি যৌথ অভিযান পরিচালনা করে। আমাদের কাছে তথ্য ছিল, অনুজ কনৌজিয়া নামে এক অপরাধী, যার মাথার দাম আড়াই লক্ষ টাকা, সে এখানে লুকিয়ে আছে। পুলিশ যখন অভিযান চালায়, তখন অপরাধী গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশও, এনকাউন্টারে অপরাধী অনুজ কনৌজিয়া নিহত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *