নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ মার্চ:
বিশালগড় করইমুড়া বাজারে বিপুল পরিমাণ শব্দবাজি বোঝাই গাড়ি সহ দুজনকে আটক করেছে পুলিশ। সেগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে খবর।
ঘটনার বিবরণে প্রকাশ, টিআর ০৭- ডি – ১৫৮৭ নাম্বারের একটি গাড়ি থেকে আজ দুপুর নাগাদ করইমুড়া বাজারে প্রচুর পরিমাণে শব্দবাজি আটক করে পুলিশ।। সেগুলিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। ঘটনায় গাড়ির চালক এবং সহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হল এমডি লোবান এবং আল আমিন মিয়া। উদ্ধারকৃত শব্দবাজিগুলির বাজার মূল্য আনুমানিক পাচ লক্ষ টাকা হবে বলে ধারণা পুলিশের। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।