নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
শনিবার আগরতলা প্রেসক্লাবে আইপিএফটি ছাএ সংগঠন এক সন্মেলনের মধ্য দিয়ে আইপিএফটি ছাত্র সংগঠনের নতুন কমিটি গঠন করে। এদিনের এই সন্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেমকুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরন নোয়াওিয়া সহ আরো অনেকে।
আইপিএফটি ছাত্র সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগরতলা প্রেসক্লাবে সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের শক্তি বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। এদিন আইপিএফটির ছাত্র সংগঠনের সম্মেলনে বেশ কিছু সংখ্যক উপজাতি নেতা দলে যোগদান করেছেন।
মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সম্মেলনে অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২০২১ সাল থেকে ছাত্র সংগঠনের কর্মসূচি খানিকটা কমে গিয়েছিল। সংগঠনের হৃদ গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যেই এই সম্মেলনের ডাক দেওয়া হয়েছে। এদিন সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করে সংগঠনকে চাঙ্গা করার দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানান মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।