সিপিআইএম রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে: বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
সিপিআইএম রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। তাদের কাছে কোন ইস্যু নেই। তাই মন্ত্রীরা রতন লাল নাথকে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা।

আজব সাংবাদিক সম্মেলনে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা বলেন, বিজেপি সরকার এক জনমুখী বাজেট পেশ করেছে। এই বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধীরা কোন ইস্যু ছাড়াই মন্ত্রী রতন লাল নাথ কে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। মন্ত্রী নিজ বক্তব্যে জনজাতিদের জাত নিয়ে কোন কথাই বলেননি। সিপিআইএমের জাত প্রসঙ্গে কথা বলেছেন। তাই বর্তমানে কোন ইস্যু না পেয়ে ঘোলা জলে মাছ শিকার করতে চাইছে সিপিআইএম।

তিনি আরো বলেন, বিজেপি সরকার জনজাতিদের উন্নয়নে বাজেটে বরাদ্দ রেখেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জনজাতিদের সার্বিক উন্নতি হয়েছে। বিজেপি কখনো জাতপাত নিয়ে কথা বলে না। কিন্তু সিপিএমের এই উন্নতি সহ্য হচ্ছে না। তাই তারা রাজ্যে জাতপাত নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে। রাজু শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে জাতির মধ্যে দাঙ্গা সৃষ্টি করছে। সিপিআইএমের এধরনের প্রয়াসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *