খোয়াই জেলায় ২টি পুর পরিষদ এবং ৫২টি ভিলেজ ও পঞ্চায়েতকে যক্ষ্মা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ:
খোয়াই জেলায় এখন পর্যন্ত ২টি পুর পরিষদ সহ মোট ৫২টি ভিলেজ ও পঞ্চায়েতকে যক্ষ্মা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. পদ্মরাম জমাতিয়া এই সংবাদ জানান। তিনি জানান, জেলায় চলতি অর্থবছরে ২৭১ জনের এইচআইভি পরীক্ষা করা হয়েছে। এছাড়াও জেলায় এখন পর্যন্ত ২৮০ জনকে নিক্ষয় পোষণ যোজনার আওতায় আনা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, জেলায় মোট ১৩টি হাসপাতাল রয়েছে। এরমধ্যে খোয়াই, কল্যাণপুর ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ৩টি এক্স-রে মেশিন রয়েছে। যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য খোয়াই জেলা হাসপাতালে ১টি, কল্যাণপুর সিএইচসিতে ১টি ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ১টি নেট মেশিন রয়েছে। চলতি অর্থবছরে জেলার মোট ১১ হাজার ৭১৮ জনের কফ পরীক্ষা করা হয়েছে। বর্তমানে জেলায় ১৪৩ জন যক্ষ্মা রোগী রয়েছেন। তাদের গাইডলাইন অনুযায়ী স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান, এই অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত ২৬৬ জন রোগীকে খাদ্য প্যাকেট দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *