নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া থানা এলাকার ভূমিহীন কলোনিতে একটি রাবারের গুদামে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, দুসৃকতিকারীরা রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেয়৷
রাবারের গুদামের মালিকের নাম বুলু নাথ শর্মা৷রাবারের গুদামের মালিক জানিয়েছেন অগ্ণিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষাধিক টাকা৷ এটি একটি নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা বলে রাবারের গুদামের মালিক জানিয়েছেন৷ এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ৷উল্লেখ্য ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন স্থানে রাবারের গুদামে অগ্ণিকাণ্ডের এ ধরনের ঘটনা ঘটেছে৷এ ধরনের নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা ঘিরে রাপার চাষি এবং রাফার গুদামজাত করার সঙ্গে জড়িত লোকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

