আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে, দাবি কৈলাস চৌধুরীর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি. স.): এক মাসেরও বেশি সময় ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকায় কৃষকদের আন্দোলন অব্যাহত। যদিও শনিবার কৃষক সংগঠনগুলি কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসতে পুনরায় রাজি হয়েছে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি বৈধতা দেওয়ার পথ থেকে পিছু সরে আসবে না কৃষকরা বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।


রবিবার কৃষক আন্দোলন নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও কৃষি কল্যাণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী কৈলাস চৌধুরী জানিয়েছেন, শুধুমাত্র আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। কৃষকদের দৃষ্টিকোণ দিয়ে গোটা বিষয়টি দেখলে ২৯ ডিসেম্বরের বৈঠকে সমস্যার সমাধানের পথ বেরিয়ে আসবে। কিন্তু গোটা বিষয়কে যারা রাজনৈতিক পর্যায় নিয়ে যেতে চাইছে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে সমস্যার সমাধান হবে না।
উল্লেখ করা যেতে পারে কৃষক আন্দোলনের জেরে দিল্লি হরিয়ানা সীমান্ত কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।