
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ গরু পাচারের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিএসএফ এবং এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘটিত খণ্ডযুদ্ধে তীব্র উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরার সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পুটিয়া এলাকায়৷ পুটিয়া সীমান্তের বাসিন্দারা জানান, বুধবার রাতে কাঁটাতারের বেড়া কেটে পাচারের সময় টহলরত বিএসএফ জওয়ানরা গরু আটক করে সংলগ্ণ আশাবাড়ি বিওপি-তে নিয়ে যান৷ আজ সকালের দিকে পাচারকারীদের একটি দল বিএসএফ-এর আশাবাড়ি ছাউনিতে গিয়ে গরুগুলি জোর করে নিয়ে যেতে চায়৷ কিন্তু বিএসএফ তাদের বাধা দেয়৷ তখন পাচারকারীরা লাঠি, দা-সহ অন্য অস্ত্রশস্ত্র নিয়ে কর্তব্যরত বিএসএফ-র ওপর চড়াও হয়৷ এর পাল্টা জবাব দেয় বিএসএফও৷ বিএসএফ-এর পাল্টা হামলায় পাচারকারীরা দৌড়ে গ্রামে মিশে যায়৷ বিএসএফ জওয়ানরা তাদের পেছনে পেছনে গ্রামে প্রবেশ করে যাকে সামনে পায় তাকেই বেধড়ক পেটাতে থাকে৷ তাদের মারে আট সাধারণ নাগরিক জখম হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ আহতদের মধ্যে বয়স্ক, মহিলা এবং বালকও রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ আহতদের মধ্যে তিনজনকে আগরতলায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ এলাকাবাসীর আরও অভিযোগ, বিএসএফ শূন্যে তিন রাউন্ড গুলি ছুঁড়েছে৷ এদিকে খবর পেয়ে স্থানীয় কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টহল দিচ্ছে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে বিএসএফ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁদের তরফে কোনও সাড়া পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, কিছুদিন অন্তর অন্তর সীমান্ত এলাকায় জনতা ও বিএসএফের মধ্য পাচার বাণিজ্য নিয়ে ব্যাপক মারধর ও সংঘর্ষ হয়৷ গুলি চালনার মতো ঘটনাও ঘটেছে৷ প্রাণহানীও হচ্ছে৷ এনিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷

