যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালিত বিশ্ব যোগ দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ বৃহস্পতিবার বিশ্ব যোগ দিবস৷ এই দিবসকে কেন্দ্র করে সারা বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার

বৃহস্পতিবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষ্যে খুমুলুঙে আয়োজিত শিবিরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল৷ নিজস্ব ছবি৷

পালিত হয়েছে দিনটি৷ এদিন রাজ্যের বিভিন্ন স্থানে যোগদিবস পালিত হয়৷ মূল অনুষ্ঠান হয় খুমুলুঙ-এ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল৷ সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেখানে তিনি শরীরচর্চার উপস্থিত সকলকে মাতিয়েছেন৷

এদিন সারা দেশের সঙ্গে রাজ্যেও চতুর্থ আন্তর্জাতিক যোগা দিবস উদযাপিত হয়৷   এ উপলক্ষ্যে যুব বিষয়ক  ও ক্রীড়া দপ্তর, স্বাস্ত্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের যৌথ উদ্যোগে রাজ্যস্তরীয় যোগা দিবস উদযাপন করা হয়৷ এডিসির খুমুলুঙে স্টেডিয়ামে৷  অনুষ্ঠানে  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের  রাষ্ট্রমন্ত্রী  অনুপ্রিয়া প্যাটেল৷  অন্যান্য অতিথিদের  মদ্যে উপস্থিত ছিলেনৃ যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুড়াসিং , মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা  ডা শৈলেশ যাদব প্রমুখ৷ অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী এবং অতিথিগণ  সহ বিভিন্ন   সুকল, কলেজের ছাত্রছাত্রী, আরক্ষা দপ্তরের জওয়ানরা  যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন৷ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের   সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন  দিনটিকে আন্তর্জাতিক   যোগা দিবস হিসেবে প্রবর্তন করেছিলেন তিনি বলেন, প্রধানমন্ত্রীজির যোগা দিবসের তাৎপর্য  সকলের মধ্যে  ব্যাপকভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ আমদের রাজ্যেও জেলা, মহকুমা  ,  ব্লক এবং পঞ্চায়েত স্তরে যোগা দিবস উদযাপন করা হচ্ছে৷ পাশাাপশি  বিভিন্ন  সুকল, কলেজও যোগা দিবস পালন করা হচেছ৷ মুখ্যমন্ত্রী বলেন,   মানুষকে সুস্থ ও সবল থাকার জন্য যোগ ব্যায়াম একান্ত আবশ্যক৷  সাংবাদিকদের  এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী জানান,   সুকলস্তরে  স্থায়ীভাবে যোগা ক্লাস চালু করার ব্যাপরে রাজ্য সরকার চিন্তাভাবনা করছে৷   সুস্থ মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে তিনি সবাইকে যোগ ব্যায়াম অনুশীলন করার জন্য  আহ্বান জানান৷   অনুষ্ঠানে বক্তব্য র াখেন মুখ্যসচিব সঞ্জীব  রঞ্জন এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক৷

এছাড়া পশ্চিম জেলা যুবকল্যাণ এবং ক্রীড়া দফতরের উদ্যোগে ময়দানে আয়োজিত হয় বিশ্ব যোগ দিবস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷  জানা গেছে, মুঙ্গিয়াকামীস্থিত বিএসএফ-এর ৪৮ এবং ১৯১ ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত হয়েছে বিশ্ব যোগ দিবস৷ এছাড়া এদিন ত্রিপুরা চ্যারিটেবল হেলথ সোসাইটির উদ্যোগে তেলিয়ামুড়া টাউন হল এ যোগ শিবির আয়োজন করা হয়৷ শান্তিরবাজার প্রশাসনের উদ্যোগে স্থানীয় দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে পালিত হয় বিশ্ব যোগদিবস৷ খোয়াইয়ের জিমেনেশিয়াম হল এও অনুষ্ঠিত হয় বিশ্ব যোগ দিবস৷ রাজ্যের সবকটি জেলায় পালিত হয়েছে বিশ্ব যোগ দিবস৷