নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে জঙ্গি-রিরোধী ফ্ল্যাশআউট অপারেশন শুরু হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে ত্রিপুরায় ভারতের বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ রাজ্য সচিবালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশেই কড়া সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্য প্রশাসনের কাছে বার্তা এসেছে৷ শুধু ত্রিপুরাই নয়, ভারত-বাংলাদেশে সীমান্ত সংলগ্ণ পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়-সহ দু-দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে৷ একদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে যেমন সতর্ক করে দেওয়া হয়েছে, অন্যদিকে একইভাবে বাংলাদেশের সীমান্ত বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের জওয়ানদের অতিসতর্ক থাকতে বলেছে ঢাকা ৷ বাংলাদেশ পুলিশ ও আধাসেনা বাহিনী৷ এর পরই ত্রিপুরা সরকারকে বার্তা পাঠানো হয়েছে৷ বিএসএফ জওয়ানদের সতর্ক থাকতে বলা হয়েছে৷ সীমান্ত এলাকার থানা গুলোকেও সতর্ক করে দেওয়া হয়েছে৷ জঙ্গিরা যাতে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় ঢুকতে না পারে তাই রাজ্যের সীমান্তেও কড়া সতর্কতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যেই বিএসএফ ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত বরাবর টহলদারি জোরদার করেছে৷
কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন কারাদন্ড সুকল অধ্যক্ষের নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ টানা তিনদিন যাবত ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সুকলের অধ্যক্ষ জেফরি রাংখলের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস ভট্টাচার্য৷ পাশাপাশি ৫০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত৷ জানা গেছে, ২২ জানুয়ারি ২০১৪ সালে বড়মুড়ার খামতিংবাড়ি এলাকার ইমানুয়েল বোর্ডিং সুকলের অথ্যক্ষ জেফরি রাংখল তেরো বছরের এক কেশোরীকে রাঁধুনি হিসেবে নিযুক্ত করেন৷ পরে রাতের আধারে তাকে ঘরে নিয়ে গিয়ে টানা তিন দিন ধরে ধর্ষণ করেন৷ কাউকে কিছু বললে মেরে ফেরার হুমকিও কিশোরীকে দেন অধ্যক্ষ৷ সেই ভয়ে সে কাউকে কিছু বলেনি৷ পরে ২৫ জানুয়ারি সুকলেরই এক কর্মীকে এ ঘটনা জানায় এই নাবালিকা৷ তার কথা মতোই সেদিন সুকল থেকে পালিয়ে স্থানীয় খামতিংবাড়ি এলাকারই তার নিজের বাড়িতে চলে যায় কিশোরী৷ তার মাকে ঘটনার বিস্তারিত জানায়৷ মায়ের অভিযোগমূলে পরেরদিন চম্পকনগর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছিল অধ্যক্ষের বিরুদ্ধে৷ পরে পুলিশ এই এফআইআরের ভিত্তিতে অভিযুক্তকে ৩৭৬(২)আই ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে৷ তদন্ত শেষে পুলিশ একই ধারায় আদালতে চার্জ গঠন করে মামলার শুনানি শুরু হয়৷ শুনানি শেষে আদালত অভিযুক্ত জেফরি রাংখল (২৯) কে দোষী সাব্যস্ত করেছে৷ আজ সন্ধ্যায় তার সাজা ঘোষণা করেছে আদালত৷ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ সহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে৷
2017-12-02