নয়াদিল্লী, ৩০ নভেম্বর৷৷ অপরাধের নিরিখে রাজ্যগুলির মধ্যে দেশে প্রথম স্থান দখল করেছে উত্তরপ্রদেশ৷ দেশের ১৯টি বড় শহরের মধ্যে শীর্ষে কেন্দ্র শাসিত রাজধানী দিল্লী৷ এমনটাই তথ্য উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো তথা এনসিআরবি এর প্রকাশিত ২০১৬ সালের পরিসংখ্যানে৷ পরিসংখ্যান বলছে, গত বছর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশী সংখ্যক হত্যার ঘটনা ঘটেছে৷ গত বছর উত্তরপ্রদেশে খুন হয়েছে ৪,৮৮৯ জন৷ দেশের মোট হত্যার ১৬১ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে বিহার৷
মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখেও শীর্ষে উত্তরপ্রদেশ৷ গত বছর ৪৯ হাজার ২৬২টি ঘটনা ঘটেছে৷ এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ৷ ২০১৬ সালে সেখানে ৩২, ৬৫১টি মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে৷ এনসিআরবি পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশে ধর্ষণের ঘটনা ১২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ২০১৫ সালে মোট ধর্ষণের ঘটনা ঘটেছিল ৩৪, ৬৫১ টি৷ গত বছর তা বেড় দাঁড়ায় ৩৮, ৯৪৭ টি৷
এখানেও তালিকার ওপরদিকে রয়েছে উত্তরপ্রদেশ৷ কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ধর্ষণে দেশে শীর্ষে মধ্যপ্রদেশ৷ গত বছর ৪ হাজার ৮৮২ টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ ৪ হাজার ১৮৯ টি ঘটনা নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ৷ গত বছর দেশের মধ্যে ভারতীয় দন্ডবিধির বিভিন্ন ধারার আওতায় যতগুলি অভিযোগ দায়ের হয়েছে, তাতেও শীর্ষে উত্তরপ্রদেশ৷ মোট অভিযোগের প্রায় ৯৫ শতাংশ দায়ের হয়েছে দেশের বৃহত্তম রাজ্যে৷ দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ (৮৯ শতাংশ), এরপর রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (৮৮ শতাংশ এবং কেরলে (৮৭ শতাংশ)৷ এর পাশাপাশি, অপহরণের ক্ষেত্রেও শীর্ষে দিল্লী৷ এনসিআরবি পরিসংখ্যান বলছে গত বছর মোট ৫ হাজার ৪৫৩ টি ঘটনা ঘটছে৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুম্বাই (১,৮৭৬টি) এবং বেঙ্গালুরু (৮৭৯টি)৷
2017-12-01