উধমপুর, ২৯ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে গেল বরযাত্রী বোঝাই একটি বাস| এরপর ‘অভিশপ্ত’ বাসটি উল্টে যায়| ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন বরযাত্রী| মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে| গুরুতর আহত অবস্থায় ৮ জন বরযাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত যাত্রীদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে|
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে বিয়ে বাড়ি থেকে ফিরছিল বরযাত্রী বোঝাই একটি বাস| সকলেই আনন্দে ছিলেন, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায় বরযাত্রী বোঝাই বাসটি| এরপর বাসটি উল্টে যায়| দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন বরযাত্রী| গুরুতর আহত অবস্থায় ৮ জন বরযাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে|
2017-11-29