নয়াদিল্লি, ২৭ নভেম্বর(হি.স.) : সোমবার সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কেন্দ্রীয় পর্যটন স্বাধীনপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী কে জে আলফোনস। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, ডেপুটি চেয়ারম্যান পিজে কুরিয়ার এবং সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী বিজয় গোয়েল।
চলতি বছরের ৩ রা সেপ্টেম্বর কেন্দ্রীয় পর্যটন দফতরের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কার্যভার গ্রহণ করেন। রাজ্যসভার উপনির্বাচনে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন কে জে আলফোনস। ১৯৭৯ এর ব্যাচের এই আইএএস আধিকারিক ২০০৬ সালের কেরল বিধানসভা নির্বাচনে সিপিআইএম সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে বিধায়ক হন। ২০১১ সালের বিজেপিতে যোগ দেন প্রাক্তন এই আমলা। নিজের চাকরি জীবনে বহু উল্লেখজনক কাজ করেছেন কে জে আলফোনস। ১৯৮৯ সালে কেরলের কোট্টায়ম শহরকে প্রথম ১০০ শতাংশ স্বাক্ষর শহর হিসেবে গড়ে তুলেছিলেন। এছাড়াও দিল্লির উন্নয়ন পর্ষদের কমিশনার হিসেবেও কাজ করেছেন কেজে আলফোনস।অন্যদিকে শপথ গ্রহণ নেওয়ার পরে এক ট্যুইট বার্তায় কেজে আলফোনস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে ধন্যবাদ জানিয়েছেন।
2017-11-27