আহমেদাবাদ, ২৭ নভেম্বর (হি.স.): আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর খুব বেশি দিন বাকি
নেই| সোমবার থেকেই গুজরাটে একটানা প্রচার শুরু করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গোটা গুজরাট জুড়ে ইতিমধ্যে জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার| এমতাবস্থায় গুজরাট বিধানসভা নির্বাচনে লড়তে ষষ্ঠ পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশিত করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| সোমবার ষষ্ঠ পর্যায়ে ৩৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে|
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে ১৮ ডিসেম্বর| ভারতীয় জনতা পার্টির পাশাপাশি গুজরাট ভোট নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে বাববার গুজরাতবাসীর মন ছোঁয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু বিজেপি বা প্রধানমন্ত্রীই নন, গুজরাট বিধানসভা নির্বাচনের ফলাফল কি হয়তা জানতে উত্সুখ গোটা দেশবাসী
2017-11-27

