বেজিং, ২৭ নভেম্বর (হি.স.) : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সদ্য শেষ হওয়া ভারতের সামরিক মহড়ায় ক্ষুব্ধ চিন। এই মহড়া চিনকে টার্গেট করেই করা হয়েছে বলে চিনা বিশেষজ্ঞদের মত। ভারত আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বলেও অভিযোগ তুলেছে বেজিং। কয়েকদিন আগেই ভারত মহাসাগরে শেষ হয়েছে সেই মহড়া। গত ২০ থেকে ২৪ নভেম্বর আন্দামানে তিন বাহিনীর বিশেষ মহড়া চলে। “ডিফেন্স অব এ এন্ড এন অাইল্যান্ড এক্সসাইজ” নামে এই মহড়ায় সামিল হয়েছিল এয়ারক্রাফট, যুদ্ধজাহাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যুদ্ধযান। অংশ নিয়েছিল তিন বাহিনীর জওয়ানেরা।
চিনের এক নৌসেনা বিশেষজ্ঞ লি জি জানিয়েছেন, চিনকে টার্গেট করে এইভাবে মহড়া করে ভারত সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। তাঁর দাবি, চিন কখনই ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক কিছু করেনি। এছাড়া চিনের সাংঘাই ইন্টারন্যাশনাল স্টাডিজের অন্যতম ডিরেক্টর ঝাও গাংচেং বলেন, ‘ভারত মহাসাগরে চিনের যে সমস্ত ভেসেল বা সাবমেরিন প্রবেশ করে তা বৈধ। আগামীদিনে ভারত মহাসাগরে চিনের চলাফেরা ভারতের দ্বারা প্রভাবিত হবে না।’
2017-11-27