নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ সারা রাজ্যের সাথে পদ যাত্রায় তাল মিলাচ্ছে উত্তরের কুর্ত্তি কদমতলা৷ কুর্ত্তি ও বাঘন সেক্টর ভিত্তিক
আজকের এই পদ যাত্রা৷ আজকের এই পদ যাত্রায় প্রায় ১৫০০ মানুষ পায়ে পা মিলিয়ে ছয় কিমি পথ অতিক্রম করে মিলি,ত হন প্রেমতলা বাজারের চৌ-মাথায়৷ সেখানে একটি সমাবেশের আয়োজন করা হয়৷ সমাবেশে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত ও ধর্মনগর বিভাগিয় সম্পাদক মন্ডলির অন্নতম সদস্য জনাব ইসলাম উদ্দিন সাহেব৷ উনাদের নেতৃত্বে আজকের এই পদযাত্রা অনুষ্ঠিত হয়৷ পদ যাত্রার মূল লক্ষ হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করা৷ বক্তারা বলেন সারা রাজ্যে বামফ্রন্টের পক্ষে একটা যোয়ায় সৃষ্টি হয়েছে৷ বিগত নির্বাচনে লোকের মধ্যে এত উৎসাহ উদ্দিপনা দেখা যায় নি৷ তাই শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে সাম্প্রদায়ীকতা ও বিচ্ছিন্নতাবাদ এবং রাজ ভাগের ষঢ়যন্ত্র কারিদের বিরুদ্ধে উন্নত তর আরো শক্তিশালী অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার লক্ষ্যে আজকে এই পদ যাত্রা৷ বক্তারা আরো বলেন এই রাজ্যের নর নারী যুবক যুবতী, বৃদ্ধা সকলেই পথে নেমেছেন রাজ্যে আবারো অষ্টম বারের মত সরকার গঠন করতে হবে৷ এই আশা আকাঙ্খা নিয়েই প্রচারে নেমেছেন সকল অংশের মানুষ৷
2017-11-26

