নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ নভেম্বর৷৷ রবিবার বিকাল তিনটায় টিওয়াইএফ এর টিএস ইউ’র জম্পুইজলা মহকুমা কমিটির যৌথ উদ্যোগে অমরেন্দ্রনগরের মহারাম বাজার কমিউনিটি হলে এক কনভেনশান অনুষ্ঠিত হয়৷ কনভেনশানে সভাপতিত্ব করেন রাজাসিং জমাতিয়া৷ উপস্থিত ছিলেন টিওয়াইএফ মহকুমা সম্পাদক শচীকুমার দেববর্মা, টিএসইউ সাধারণ সম্পাদক নেতাজী দেববর্মা, টিওয়াইএফ প্রাক্তন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তথা বিধায়ক কেশব দেববর্মা এবং গণমুক্তি পরিষদের মহকুমা সম্পাদক জগদীশ কলই প্রমুখ৷ আলোচনা করেন এমডিসি রাজেন্দ্র রিয়াং এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক কুমুদ দেববর্মা প্রমুখ৷ বক্তারা আলোচনায় বলেন বর্তমানে আই পি এফ টি যে স্বাধীন ত্রিপুরা অর্থাৎ তিপ্রাল্যান্ডের দুঃস্বপ্ণ দেখছে সেটা কোন দিন পূরণ হবে না৷ সমস্ত ছাত্র যুবরা প্রস্তুত হচ্ছে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার জন্য৷
বক্সনগর সংযোজন ঃ জাতি-উপজাতির সম্প্রাতি রাজ্য উন্নয়নের মূুল শক্তি৷ একে নষ্ট করতে মরিয়া উঠেছে একটি অশুভ শক্তি৷ সতর্ক থাকতে হবে সমস্ত বামপন্থী সতক সমর্থকদের৷ এমনটাই অভিমত ব্যক্ত করেন ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী৷ রবিবার সোনামুড়া নবদ্বীপ চন্দ্র বিদ্যালয়ের মাঠে চারটি বামপন্থী ছাত্র যুবসংগঠনের সোনামুড়া বিভাগ ভিত্তিক ছাত্রযুব সমাবেশ সংগঠিত হয়৷ সেখানেই ভাষণ রাখছিলেন তিনি৷ সমাবেশ শুরু করার আগে সোনামুড়া মহকুমার চারটি বিধানসভার ১৩টি অঞ্চল থেকে তিনটি মিছিল আসে৷ অমল চক্রবর্তী বলেন, একটা সময় সোনামুড়াকে দেশের মানুষ চিনতেন না এখন দেশের আইকন শহর হিসাবে চিহ্ণিত৷ তিনি বলেন, অভিজ্ঞতা হল মানুষের বড় শিক্ষক৷ রাজ্যের মানুষ সন্ত্রাসের দিনগুলি ভুলে যায়নি৷ ৮৮ সালের সন্ত্রাস কায়েম করেছে যারা তারাই আবার নতুন জামা পরেছে৷ তাদের রাজের শান্তিপ্রিয় মানুষ ক্ষমা করবে না৷ তাই অভিজ্ঞাতার নিরিখে ছাত্র যুবরা সমাবেশ ও মিছিল থেকে আওয়াজ তুলবে অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার৷
2017-11-13