নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর টুইট নিয়ে আছে নানান জল্পনা। কে তার হয়ে টুইট করেন তা সংবাদ মাধ্যমের কাছে একটি কৌতূহলের বিষয়। রাহুল রসিকতা করে সম্প্রতি জানিয়েছিলেন, একটি পোষা কুকুর তার হয়ে টুইট করে। টুইট যন্ত্রণার অবসান ঘটিয়ে রাহুল গান্ধী বলেন, তাঁর হয়ে টুইট করার জন্যে তিন-চারজনের একটি দল রয়েছে। ওদের সঙ্গে আলোচনা করে টুইটের বিষয়বস্তু ঠিক করা হয়। তারপর রাহুলের ওই সহযোগীরাই টুইট করেন।
তাঁকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি-র প্রথম সারির নেতাদের একের পর এক খোঁচা টুইটারের মাধ্যমেই সামলান সোনিয়া পুত্র। ইদানিং সেই সব খোঁচা শুধু সামলানই না রীতিমতো পাল্টা খোঁচা দিয়েই একের পর এর টুইট দেখা যায় তাঁর অ্যাকাউন্টে। তা থেকেই কার্যত জল্পনা শুরু হয় এই টুইট তিনি নিজে করেন না তাঁর হয়ে কেউ করে দেয়।
কিছুদিন আগে টুইটারে তাঁর সাধের কুকুর ছানাটির(নাম পিডি) একটি ভিডিও পোস্ট করেন রাহুল। সেই সঙ্গে সেখানে পিডির নাম করেই লেখা হয়, ”মজা করে যা এখানে পোস্ট করা হয় তা আমিই করি।” তাঁর সেই টুইট নিয়ে সোশ্যাল মিডিয়া একসময় রীতিমতো সরগরম হয়ে ওঠে। তবে, জল্পনা তাতে না কমে বরং বেড়ে যায়।
অবশেষে রবিবার সকালে বিষয়টি পরিষ্কার করলেন রাহুল। তিনি জানালেন, তিন থেকে চার জনের একটি দল রয়েছে। আমার সঙ্গে আলোচনার পরই বিভিন্ন ইস্যুতে টুইটারে পোস্ট করেন তাঁরা। তবে, যেকোনও রাজনৈতিক পোস্ট যে তিনি নিজেই করেন তা জানিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি।
প্রসঙ্গত, জুলাই ২০১৭ পর্যন্ত টুইটারে রাহুলের ফলোয়ার সংখ্যা ছিল ২৪.৯৩ লাখ। সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩৪ লাখ। আর এই বৃদ্ধি নিয়েই সরগরম ই-দুনিয়া।