বিহারশরিফ, ৯ নভেম্বর (হি.স.): বিহারের নালন্দা জেলায় পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর জালে ধরা পড়ল সন্দেহভাজন এক অস্ত্র সরবরাহকারী| ধৃত অস্ত্র সরবরাহকারীর নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| সন্দেহভাজন ওই অস্ত্র সরবরাহকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৫২ রাউন্ড কার্তুজ| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুধীর কুমার পোরিকা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে নালন্দা জেলার বিহারশরিফ থানার অন্তর্গত নাই সরাই এলাকায় ওই অস্ত্র সরবরাহকারীর বাড়িতে অভিযান চালায় নালন্দা পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)|
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সুধীর কুমার পোরিকা জানিয়েছেন, অস্ত্র সরবরাহকারীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি পিস্তল এবং ১৫২ রাউন্ড কার্তুজ| অস্ত্রপাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়ে জানতে ধৃত অস্ত্র সরবরাহকারীকে জিজ্ঞাসাবাদ করছে নালন্দা পুলিশ|
2017-11-09