নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ নভেম্বর৷৷ আন্দোলনের নামে পথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে৷ কখনো সাধারণ জনগণ আবার কখনো কোন রাজনৈতিক দল কিংবা সংগঠন৷ মঙ্গলবার ফের পথ অবরোধে বসলেন উদয়পুরের কুঞ্জবন পঞ্চায়েতের বাসিন্দারা৷ উদয়পুর-মহারাণী সড়কে মঙ্গলবার এলাকাবাসী অবরোধ গড়ে তুলেন৷ তাদের দাবী দীর্ঘ ১৫ দিন ধরে ঐ এলাকায় পানীয় জল সরবরাহ করা হচ্ছে না৷ সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর পরও কোন ফল মিলছে না৷ তাই বাধ্য হয়ে পথ অবরোধে নামলেন এলাকাবাসী৷ প্রায় দুই ঘন্টা অবরোধ চলতে থাকে৷ তারপর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারীকরা ঘটনাস্থলে ছুটে যান৷ খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা নিরসন করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷
এদিকে, সোমবারও উদয়পুর-অমরপুর সড়কের সংস্কারের দাবীতে অবরোধ করেছিলেন অটো চালকরা৷ একই রাস্তায় পরপর দুইদিন অবরোধ করে রাখায় যাত্রী সাধারণকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে৷ তাতে জনমনে ক্ষোভ বিরাজ করছে৷
2017-11-08