বেগুসরাইয়ে ৩ জন বৃদ্ধার মৃত্যু নিয়ে শুরু রাজনৈতিক তরজা, সুর চড়ালেন তেজস্বী

পাটনা, ৪ নভেম্বর (হি.স.): বিহারের বেগুসরাই জেলায় দমবন্ধ হয়ে ৩ জন প্রবীণ মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা| বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব মন্তব্য করেছেন, অতিরিক্ত ভিড় হবে এমনটা স্বাভাবিক ব্যাপার| তবে, প্রসাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি| নীতীশ কুমার সরকারকে দায়িত্ব নেওয়া উচিত|
কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে শনিবার সকালে বেগুসরাই জেলার সিমারিয়া ঘাটে জড়ো হয়েছিলেন প্রচুর ভক্তরা| কার্তিক পূর্ণিমার পুন্যতিথিতে সিমারিয়া ঘাটে গঙ্গায় পুন্যস্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্তরা| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, ‘কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে সিমারিয়া ঘাটে কালি মন্দিরের কাছে প্রচুর ভক্তরা জড়ো হয়েছিলেন| মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে তিন জন মহিলা সরু সুড়ঙ্গের মধ্যে হঠাত্ই পড়ে যান| পরে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় তিন জন প্রবীণ মহিলার|’ পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিত্সা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী| যাইহোক এখানেই শেষ নয়|
৩ জন মহিলার মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা| বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব সকাল ১১.২০ মিনিট নাগাদ টুইট করে মন্তব্য করেছেন, ‘মৃতদের পরিবারের প্রতি সমবেদনা| অতিরিক্ত ভিড় হবে এমনটা স্বাভাবিক ব্যাপার| তবে, প্রসাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি| নীতীশ কুমার সরকারকে দায়িত্ব নেওয়া উচিত|’ বেগুসরাইয়ের পুলিশ সুপার আদিত্য কুমার জানিয়েছেন, প্রচণ্ড ভিড়ের চাপে দমবন্ধ হয়ে মারা গিয়েছেন তিন বৃদ্ধা| অন্যদিকে, সদর এসডিপিও মিথিলেশ কুমার জানিয়েছেন, নদীতে স্নান করার পর প্রচণ্ড ঠাণ্ডায় মৃত্যু হয়েছে তিন জনের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *