কলমচৌড়া সীমান্তে ধৃত ১৮ জন বাংলাদেশী, মিলেছে ভূয়ো নথিপত্র

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩০ অক্টোবর৷৷ সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার অধীন নজুরপুরা সীমান্ত এলাকা থেকে ধৃত আঠারজন

সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানার পুলিশ ধৃত বাংলাদেশী নাগরকিদের সোমবার আদালতে নিয়ে যায়৷ ছবি নিজস্ব৷

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নন৷ তারা বাংলাদেশী নাগরিক৷ পুলিশী জেরায় তারা এই স্বীকারোক্তি দিয়েছে৷ তাদের এই স্বীকারোক্তির পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ তদন্ত শুরু করেছে ধৃতরা কোন জঙ্গী সংগঠনের সাথে যুক্ত কিনা তা জানার জন্য৷ যদিও পুলিশ তাদের সোমবার আদালতে সোপর্দ করে৷ তাদেরকে আদালত চৌদ্দদিনের জেল হাজতে পাঠিয়েছে৷
সংবাদে প্রকাশ, রবিবার রাতে সন্ধ্যা সাতটায় সোনামুড়া মহকুমার কলমচৌড়ার নজুরপুরা থেকে আঠারজনকে আটক করেছিল পুলিশ৷ তাদের কাছ থেকে যেসব আধার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি ভূয়ো বলে পরীক্ষা নিরীক্ষায় উঠে এসেছে৷ ধৃতরা সোমবার পুলিশী জেরায় ভূয়ো আধার কার্ডের কথা স্বীকার করেছে৷ তারা জানায় তাদের বাড়ি বাংলাদেশের নাটুর জেলার জিংরা থানার অধিন পাসিঙ্গা গ্রামে৷ তাদের মধ্যে একজনের নাম রিজিয়ন শেখ৷ বয়স আনুমানিক চল্লিশ৷ তার মোবাইলে ভারতের মুম্বাই, গুজরাট, উড়িশ্যা এবং ঢাকার প্রেস কনফারেন্সের ছবি পাওয়া গিয়েছে৷ তাছাড়া ভারতের এইসব রাজ্য পুলিশের বিভিন্ন সরকারী পদাধিকারীদের সঙ্গে তোলা ছবিও পাওয়া গিয়েছে৷ তাছাড়াও বেশ কিছু আপত্তিকর নথিপত্রও উদ্ধার করা হয়েছে৷ সেগুলি আপাতত তদন্তের স্বার্থে পুলিশ প্রকাশ করছে না৷ তবে, অনুপ্রবেশকারীদের কথাবার্তায় অনেক অসংলগ্ণতা মিলছে৷ তাতে সন্দেহ জাগছে পুলিশের৷ যেহেতু সামনেই ত্রিপুরা বিধানসভার নির্বাচন, তাই পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়েই তদন্ত করছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *