নয়াদিল্লি,৩০ অক্টোবর (হি.স) : গুজরাট নির্বাচনকে মাথায় রেখে বিজেপির বিরুদ্ধে মরিয়া হয়ে জমি রক্ষা করার লক্ষ্যে নেমেছে কংগ্রেস। আর তাই দলের সাধারণ সম্পাদকদের বৈঠকে কংগ্রেসের সহসভাপতি রাহুল গাঁধী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ৮ ই নভেম্বর কালা দিবস পালন করবে কংগ্রেস। বিজেপির আর্থিক সংস্কারকে জোড়া টর্পোডো হানার সঙ্গে তুলনা করেছেন রাহুল গান্ধী।
তিনি জানিয়েছেন নোট বাতিল বিরাট আঘাত হেনেছে, বিপর্যয় ডেকে এনেছে। ৮ নভেম্বর একটা দুঃখের দিন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনটা উদযাপন করতে বলেছেন। এতেই বোঝা যাচ্ছে, মানুষের দুর্দশা, যন্ত্রণা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন তিনি।
ওইদিকে দুর্নীতি বিরুদ্ধে তোপ দেগে পাল্টা কালো টাকা বিরোধী দিবস পালন করবে বলে ঘোষণা করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর জিএসটি এবং নোট বাতিলকে টর্পেডোর সঙ্গে তুলনা করেছেন রাহুল, তার মতে দুটি টর্পেডো ছুঁড়ে দেশের অর্থনীতিকে আঘাত করেছেন মোদী-একটি নোট বাতিল, অপরটি জিএসটি। তার মতে দুটিই দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে দিয়েছে।
2017-10-30