লখনউয়ে হোসিয়ারি গোডাউনে আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ২

লখনউ, ২৮ অক্টোবর (হি.স.): লখনউয়ের নারহি এলাকায় হোসিয়ারি গোডাউনে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল দু’জন শ্রমিকের| শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ নারহি এলাকায় হজরতগঞ্জ লোকালিটিতে অবস্থিত একটি হোসিয়ারি গোডাউনে আগুন লাগে| কারখানায় সুতো ও কাপড়ের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন|
দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও, জীবন্ত দ্বগ্ধ হয়ে প্রাণ হারালেন দু’জন শ্রমিক| মৃত শ্রমিকদের নাম ও পরিচয় জানা যায়নি| অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষাধিক টাকার কাপড় নষ্ট হয়ে গিয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|