নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রাজ্যজুড়ে একমাসব্যাপী পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়েছে বৃহস্পতিবার সকালে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে৷ বামফ্রন্ট এবং বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমনাত্মক ভাষায় পদযাত্রায় আঘাত হানেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেছেন কর্মী সমর্থকদের নিয়ে বীরজিৎ সিনহা৷ তিনি রাজ্যের কৃষকদের ঋণ মুকুব, বেকারদের কর্ম সংস্থান প্রদান করা, কালোধন ফেরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদাসীনতার তীব্র সমালোচনা করেছেন৷ বাধারঘাট এবং বড়জলাতে ও একই সময়ে পদযাত্রার মধ্য দিয়ে রাজ্য ও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা৷ বড়জলা ব্লক কংগ্রেসের বিক্ষোভ পদযাত্রায় নেতৃত্বে ছিলেন পি সি সি এস সি সেলের সম্পাদক বিজয় দাস৷ তাঁর অভিযোগ, রাজ্যে একটি স্বৈরাচারী সরকার চলছে৷ কেন্দ্রে ভাজপা’র নেতৃত্বে কর্পোরেট তোষনকারী সরকার দেশের গরীবদের শোষন করছেন৷ অনুরূপ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে বিশালগড় অফিসটিলাতে৷ প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দুল হুসেনের নেতৃত্বে বিক্ষোভ পদযাত্রা থেকে বাম হটাও এবং বিজেপি উত্থান রুখার ডাক দিয়েছেন তিনি৷ জয়দুল হুসেন সরাসরি রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি, নারী সংক্রান্ত অপরাধ উত্তরোত্তর বৃদ্ধি, চিটফান্ড কেলেঙ্কারীর জন্য মুখ্যমন্ত্রী মানিক সরকারকে চরম ভাষায় ভীর্সনা করেছেন৷ বামফ্রন্টের বিকল্প হিসাবে রাজ্যবাসী কংগ্রেসকে গ্রহন করবে বলেও দৃঢ় ব্যক্ত করেছেন জয়দুল হুসেন৷
2017-10-27