সামান্য ইস্যুতে কিশোরকে পিটিয়ে ঘায়েল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৫ অক্টোবর৷৷ ঘরের সাজ সরজাম ছিন্ন ভিন্ন হওয়াকে কেন্দ্র করে পাশ্ববর্তী বাড়ীর দিদা নাতনীর বেধড়ক মারে আহত ১২ বছরের ছেলে মনজিৎ বিশ্বাস৷ ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন কালীটিলা এলাকায় বুধবার বিকেলে৷ বর্তমানে মনজিতের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে৷ এদিন নরেন্দ্র বিশ্বাসের ১২ বছরের ছেলে মনজিৎ বিশ্বাস পাশ্ববর্তী বাড়ী মিলন মালাকারের বাড়ীতে প্রতিদিনের মতো যায়৷ দুপুর বেলায় মনজিৎ বিশ্বাস ঐ বাড়ীতে কিছুক্ষণ থাকার পর নিজের বাড়ীতে চলে আসে৷ এদিকে মিলন মালাকারের অভিযোগ মনজিৎ বিশ্বাস তার বাড়ী থেকে চলে আসার পর বাড়ী ঘরের শোকেজ থেকে এটিএম সহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র ছিড়ে ছিটকিয়ে পরে রয়েছে৷ তা দেখতে পেয়ে মিলন মালাকার ও তার নাতনী স্বরূপি মালাকর মনজিতের বাড়ীতে গিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ৷ মনজিৎ দিদা-নাতনীর বেধড়ক মারে গুরুত্ব ভাবে আহত হয়৷ পরে পরিবারের লোকেরা মনজিৎকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেছে৷ হাসপাতালে কতর্ব্যরত চিকিৎসকেরা তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *