ওয়াশিংটন, ২৬ অক্টোবর (হি.স.) ভারত চিনের অর্থনীতিকে টপকে যাবে বলে আশা প্রকাশ করলেন আমেরিকায় সফররত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের৷ ভারত-মার্কিন উদ্যোগপতিদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন৷ তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন ভারত চিনের অর্থনীতিকে টপকে যাবে।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অন্য দেশের তুলনায় অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি ঘটাচ্ছে৷ খুব শিগগিরই আমরা চিনকে টপকে যাব৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের নোট বাতিল এবং জিএসটিরও প্রশাংসা করেন৷ তার দাবি ৩ বছরের মধ্যে দেশে কোনও ঘরছাড়া থাকবে না৷ কৃষকদের আয় দ্বিগুণ করা কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য বলে মনে করেন তিনি৷
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যদি কৃষিক্ষেত্রে দ্বিগুণ আয় হয়, তাহলে কৃষকদের আয়ও দ্বিগুণ হবে৷ বিশুদ্ধ জল, রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা তার প্রশাসনের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি৷
এর পাশাপাশি মধ্যপ্রদেশে বিনিয়োগ করারও আহ্বান জানান তিনি। তিনি দাবি করেন আগামী কয়েক বছরের মধ্যে মধ্যপ্রদেশের জৈবিক পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে পড়বে।
2017-10-26