লুধিয়ানায় বহুতলে বিধ্বংসী আগুন, সাত সকালে আতঙ্ক

লুধিয়ানা (পঞ্জাব), ২৪ অক্টোবর (হি.স.): সাত সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড লুধিয়ানার শিঙ্গার সিনেমা হলের সন্নিকটে অবস্থিত একটি বহুতলে| মঙ্গলবার সকালে শিঙ্গার সিনেমা হলের সন্নিকটে অবস্থিত একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে গোটা বহুতল| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ১২টি ইঞ্জিন| ততক্ষণে আগুনের লেলিহান শিখা গোটা বহুতলটিকে গ্রাস করে ফেলেছে|
যে বহুতলটিতে আগুন লেগেছে, তার আশপাশেই রয়েছে অসংখ্য রেস্তোরাঁ, শপিং মল এবং অফিস| তাই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় স্থানীয় মানুষজনের মধ্যে| দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল আধিকারিকদের অনুমান, বেআইনিভাবে কোনও দাহ্য পদার্থ ওই বহতলটিতে মজুত রাখা হয়েছিল, আর তার ফলেই আগুন দ্রুত এত বড় আকার ধারণ করে|

গভীর রাতে বিধ্বংসী আগুন দিল্লির কমলা মার্কেটে, ক্ষতিগ্রস্ত অন্তত ১০০টি দোকান

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির কমলা মার্কেটে| বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০০টি দোকান| তবে, স্বস্তি হল অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার গভীর রাত ১.০০ মিনিট নাগাদ কমলা মার্কেটে অবস্থিত কুলার মার্কেট এলাকায় ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে কমলা মার্কেটে পৌঁছয় দমকলের মোট ৯টি ইঞ্জিন| দমকলের ৯টি ইঞ্জিন কমলা মার্কেটে পৌঁছনোর আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন| আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০০টি দোকান|
পরে দমকলের আরও বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে কমলা মার্কেটে পৌঁছয়| সবমিলিয়ে দমকলের ২৫টি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর মঙ্গলবার ভোর ৫.১০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| দিল্লির ডেপুটি চিফ ফায়ার অফিসার বীরেন্দ্র সিং জানিয়েছেন, ‘ভয়াবহ আগুনে ৫০টি দোকান পুড়ে গিয়েছে| কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৫০টি দোকান|’ আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *