লখনউ, ২৪ অক্টোবর (হি.স.) : লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে নামল একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে চলল বায়ুসেনার মহড়া। মহড়ায় অংশ নিল 20টি যুদ্ধবিমান । বায়ুসেনার মহড়া উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত বন্ধ ছিল এই এক্সপ্রেসওয়ে।
উন্নাও জেলায় বঙ্গারমৌর কাছে আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথমবারের জন্য নামছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট-এ এন থার্টি টু। এই ধরণের এয়ারক্রাফট বিভিন্ন ধরণের বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ পৌঁছতে ব্যবহার করা হয়। সেই সঙ্গে মহড়ায় অংশ নিচ্ছে জাগুয়ার, মিরাজ, সুখোই-সহ ৩০টি যুদ্ধ বিমান। এছাড়াও থাকছে বিশেষ বিমান ‘সি ১৩০’ । গরুড় কম্যান্ডোরা থাকেন এই বিশেষ বিমানে । মহড়ায় অংশ নিচ্ছেন গরুড় কমান্ডোরা। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই বায়ুসেনার মহড়ার উদ্বোধন হয়েছিল গত নভেম্বরে। এদিন এই মহড়া চলে প্রায় তিন ঘন্টা।
2017-10-24