টোকিও, ২৩ অক্টোবর (হি.স.): শিনজো আবের প্রতি আস্থা রাখল জাপানবাসী৷ বিপুল ভোটে জিতে ফের ক্ষমতায় এলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ আবের দল দুই-তৃতীয়াংশ ভোটে জিতে ক্ষমতায় ফিরে এল৷
৪৬৫টি আসন বিশিষ্ট জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৩১০টি আসন৷ ছোট আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে শিনজো আবের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সম্মিলিতভাবে ৩১২টি আসনে জয়ী হয়েছে৷ জাপানের সংবোদ মাধ্যমে খবর, চারটে আসনের ফলাফল এখনও অমীমাংসিত রয়েছে৷ ফলাফল ঘোষণার পরই দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন শিনজো আবে৷ এর আগে ২০১২ সালে প্রথম তিনি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন৷ এদিনের জয়ের পর পুনরায় দেশের শীর্ষ পদে বসলেন তিনি৷
এদিকে শিনজো আবের জয়ের পর তাকে টুইটারে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শিনজো আবেকে ‘ডিয়াপ ফ্রেন্ড’ বলে উল্লেখ করে মোদী লেখেন, এই জয় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানান৷
2017-10-23