করাচি, ১২ অক্টোবর (হি.স) : ভারতকে যুদ্ধবাজ দেশ হিসেবে অবিহিত করল পাকিস্তানের সেনাপ্রধান কুমর জাভেদ ভাজা। তিনি জানিয়েছেন অশান্ত আফগানিস্তান এবং সদা যুদ্ধে উদ্যোত দেশ ভারতের জন্য দক্ষিণ এশিয়া শান্তি বিস্তারের ব্যাঘাত ঘটছে। তিনি জানিয়েছেন ভারতের সঙ্গে শান্তি স্থাপনের জন্য পাকিস্তান আশাবাদী। কিন্তু পরিস্থিতি অনুকূল নয়। অন্যদিকে আফগানিস্তান লাগোয়া পাকিস্তানি সীমান্তবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা আরও বেশি বৃদ্ধি করা হবে বলে জানান পাক সেনাপ্রধান।
অন্যদিকে পাকিস্তানের আর্থিক দুরাবস্থা নিয়েও সরব হন পাকসেনা প্রধান। তিনি এবিষয়ে পাকিস্তানের কর কাঠামোকে দায়ী করেন। তিনি বলেন উন্নতি হলেও ঋণের বোঝায় এখনও জর্জরিত পাকিস্তান। উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের ঋণের পরিমাণ ৫৮ বিলিয়ন ডলার।