মুম্বই, ১১ অক্টোবর (হি.স.) : অাজ ১১ অক্টোবর, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন-র ৭৬তম জন্মদিন। এইদিনটিতে ভক্তদের মুখোমুখি হওয়াটা অভ্যাস বানিয়ে ফেলেছিলেন বলিউড সুপারস্টার৷ কিন্তু এই প্রথমবার জন্মদিনের দিন জনতার উদ্দেশ্যে হাত নাড়বেন না বিগ বি৷ ভক্তদের হতাশ করে জন্মদিনের আগের দিনই সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপ গেলেন অমিতাভ বচ্চন৷
পাঁচ বছর ধরে ধুমধাম করে পালন করা হচ্ছিল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন৷ এবছর তাঁর ৭৬তম জন্মদিনে অনেকেই ভেবেছিলেন আরও বড় কিছু হবে৷ কিন্তু সবাইকে চমকে জন্মদিনের আগের দিনই সপরিবারে পাড়ি দিলেন মালদ্বীপ৷ কারণ হিসাবে জানা দিয়েছে, কয়েক মাস আগে বউমা ঐশ্বর্য রাইয়ের বাবা মারা যান৷ সেই কারণে এবছর বড় করে জন্মদিন পালন করবেন না বলে ঠিক করেন তিনি৷ শুধু পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাবেন৷ সেখানেই পালন করবেন নিজের জন্মদিন৷
মঙ্গলবার সকালে স্ত্রী জয়া, ছেলে অভিষেক, বউমা ঐশ্বর্য, মেয়ে শ্বেতা নন্দা, নাতনি নভ্যা নাভেলি ও আরাধ্যাকে নিয়ে রওনা দিলেন মালদ্বীপ৷ তাদের সবাইকে মুম্বই এয়ারপোর্টে দেখা গিয়েছে৷ তার আগে নিজের ব্লকে বিগ বি লেখেন, এবছর জন্মদিনে কোন পরিকল্পনা নেই৷ শহরেও থাকা হবে না৷
বর্তমানে বিগ বি ‘ঠকগস অফ হিন্দুস্তান’ ও ‘১০২ নট আউট’ ছবির শুটিং-এ ব্যস্ত আছেন৷