নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ মঙ্গলবার সকালে বিলোনীয়ায় প্রেমিক প্রেমিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার৷ পুলিশ মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ বিলোনীয়া থানার পুলিশ জানিয়েছে, এদিন সকালে বিলোনীয়ায় ঈশানচন্দ্রনগরের জনগণ পথের ধারে উঁচু গাছে লোকার বাসিন্দা লক্ষ্মীন্দর মুণ্ডা এবং জ্যোৎস্না মুণ্ডার দেহ ঝুলন্ত দেখে থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, মৃতদেহ উভয়ের বয়স ২০ থেকে ২৫ এর মধ্যে৷ তাদের উভয়ের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল বলে এলাকায় প্রচার রয়েছে৷ উভয়ের পরিবারের মধ্যে এনিয়ে কোন বিরোধ আছে বলে পুলিশের কাচে এখনও কোন তথ্য নেই৷ এই অবস্থায় একই গাছের ডালে ঝুলে প্রাণ দেবার কারণ ঘিরে সংশয়ের সৃষ্টি হয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে বিষয়টি আত্মহত্যা বলেই মনে হচ্ছে৷ তবে পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বলে জানাগেছে৷
2017-10-11