জেড্ডা, ৮ অক্টোবর (হি.স.) : সৌদি আরবের জেড্ডায় আল সালেম রাজ প্রাসাদে ঢুকে গুলি চালালো অজ্ঞাত পরিচয় যুবক। স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ এক যুবক হঠাৎই প্রাসাদের ভেতরে ঢোকার চেষ্টা করে। বাধা পাওয়ায় গেটে দাঁড়িয়ে রক্ষীদের লক্ষ্য করে অলোপাথারি গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় মনসুর অল আমরি নামে ২৮ বছরের ওই রক্ষীর। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় আততায়ীর। কী উদ্দেশ্যে গুলি চালানো হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পরেই আমেরিকা দূতাবাসের পক্ষ থেকে সৌদিতে ভ্রমণরত মার্কিনিদের সতর্ক করে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সৌদি পুলিশ রিয়াধের কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছিল। আইসিস জঙ্গিদের ডেরা রয়েছে খবর পেয়েই চালানো হয়েছিল তল্লাশি। অভিযানে ২ জনের মৃত্যু হয়। গ্রেফতার করা হয় পাঁচজনকে। এই হামলা সেই অভিযানেরই পাল্টা জবাব বলে মনে করা হচ্ছে।