কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): যুবভারতী স্টেডিয়ামে চিলি-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হল কলকাতা পর্বের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ৷ রবিবাসরীয় বিকেলে ৪-০ গোলে চিলিকে হারাল ইংল্যান্ড। জোড়া গোলের সৌজন্যে চিলিকে ৪-০ তে হারাল ইংল্যান্ড। দুটি গোল করেন জ্যাডন স্যাঞ্চো |বাকি দুটি গোল করেন ক্যালাম হাডসন ও অ্যাঞ্জেল গোমসের।
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল ইংল্যান্ড । খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় গোল করেন হাডসন। তারপর প্রথমার্ধে আর গোল হয়নি। প্রথমার্ধে চিলির অর্ধে প্রথম সুযোগেই গোল পায় ইংল্যান্ড৷ স্যাঞ্চোর পাস থেকেই গোল করে দলকে এগিয়ে দেয় হাডসন৷আট মিনিটে আরও একটা গোলের সুযোগ তৈরি করলেও বল জালে রাখতে পারেনি রুনির উত্তরসূরিরা৷গোল হজম করলেও ৩৫ মিনিটে কামান দাগা শটে অনবদ্য চেষ্টা করেছিলেন গুয়েরেরো৷অল্পের জন্য চিলির মিডিও-র শট বারপোস্টের অপর দিয়ে বেড়িয়ে যায়৷
দ্বিতীয়ার্ধে অবশ্য কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি লাতিন আমেরিকার দল৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই দু’টি গোল করেন স্যাঞ্চো। ব্র্যাভো-ভার্গাসদের জুনিয়রদের নিয়ে একপ্রকার ছেলেখেলা করল ইংল্যান্ড৷ ৫১ মিনিটে রিয়ানের শট বাঁচাতে গিয়ে চিলির গোলকিপার সমস্যায় পড়েন৷ সেই সুযোগেই গোল করে যান স্যাঞ্চো৷ ৬১ মিনিটে ফের জর্জের গোলে নিজের দ্বিতীয় গোল সেড়ে ফেলেন জর্ডন৷ শেষ গোল ৮১ মিনিটে৷ পরিবর্ত প্লেয়ার হিসেবে মাঠে নেমে ফ্রি-কিকে গোল করে অ্যাঞ্জেস গোমস৷ ম্যান ইউ এর জার্সিতে ইপিএলের শেষ মরশুমে রুনির পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন এই ওয়ান্ডার কিড৷ এদিন দেশের জার্সিতে পরিবর্ত হিসেবে নেমে গোল করলেন বছর ১৭ এর মিডিও৷কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ইংল্যান্ডের জয়ের ব্যবধান বাড়ত।
চলতি বছরেই অল্পের জন্য অনূর্ধ্ব-১৭ ইউরো হাতছাড়া করেছে জুনিয়র ইংল্যান্ড দল৷ স্পেনের কাছে টাইব্রেকারে হেরে রানার্স হয় ইংল্যান্ড৷তবে বিশ্বকাপ অভিযানের শুরুতেই চার গোল করে নতুন করে আশা জাগাল ইংল্যান্ড৷

