নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৭ অক্টোবর৷৷ বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা বিস্তর পরিমাণে গাঁজা, কাপড় ও গবাদী পশু

আটক করেছে বিএসএফ জওয়ানরা৷ ভারত বাংলাদেশ ত্রিপুরা সীমান্তের কলমচৌড়া, বক্সনগর এলাকা থেকে এসব সামগ্রী ও গবাদী পশু আটক করেছে৷ পাচার সামগ্রী বাজেয়াপ্ত করা হলেও কাউকেই ধরতে পারেনি বিএসএফ জওয়ানরা৷
শুক্রবার গভীর রাতে গকুলনগরস্থিত বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে৷ উদ্ধার করা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা৷ কলমচৌড়ায় বিওপিতে কর্মরত ৭৪ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের জওয়ানরা স্থানীয় থানার পুলিশকে সাথে নিয়ে অভিযান চালায় কলমচৌড়া গ্রামে৷ অভিযান চালানোর সময় ১৪৪ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়৷ গাঁজাগুলি প্লাস্টিকের চারটি ড্রামে ভর্তি করে রাখা হয়েছিল একটি পরিত্যাক্ত ঘরে৷ উদ্ধার করা শুকনো গাঁজার বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ২০ হাজার টাকা৷
এদিকে, কলমচৌড়ায় অভিযান চালানোর পর বিএসএফ জওয়ানরা অভিযান চালায় বক্সনগর সীমান্ত গ্রামে৷ সেখানে বাংলাদেশে পাচারের জন্য মজুত রাখা ১৩০টি শাড়ি বাজেয়াপ্ত করেছে৷ যার বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা৷ এই শাড়ি বক্সনগর গ্রামের কাছে একটি জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল৷
তাছাড়া বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়েছে জঙ্গলে গাছের সাথে বেঁধে রাখা ১৫টি গবাদী পশু (গরু) আটক করেছে৷ যার বাজার মূল্য ১ লক্ষ ৬ হাজার টাকা৷ বিএসএফের এক জনসংযোগ আধিকারীক জানিয়েছেন সোনামুড়া মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে প্রায়ই পাচারের চেষ্টা করে দুসৃকতিরা৷ জওয়ানদের টহলদারীর কারণে অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয় পাচারকারীরা৷ জওয়ানরা আগামীদিনেও এই ধরনের অভিযান চালাবে বলে বিএসএফের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন৷

