মুম্বই, ১ অক্টোবর (হি.স.) : এবার সলমন খানের বিগ বস অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে দেখা যাবে কুখ্যাত সন্ত্রাসবাদী দাউদের ইব্রাহিমের আত্মীয় জুবের খানকে। দাউদের বোন হাসিনা পার্কারের জামাই হলেন এই জুবের খান। সম্পর্কে দাউদ তার শ্বশুড় হন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুবের জানিয়েছেন দাউদ তার আত্মীয়। কিন্তু দাউদের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন জুবের।
বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন জুবের। প্রযোজক হিসেবে প্রযোজনা করেছেন সিনেমা। কিন্তু ২০১১ সালে ফিল্ম জগতের সকলে যখন জানতে পারে যে সে দাউদের জামাই তখন তার সঙ্গ সবাই ত্যাগ করে। বিগ বসে এসে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে মরিয়া জুবের। পাশাপাশি তিনি স্বীকার করে নেন যে দাউদের আত্মীয় হওয়ার জন্য তার জীবন ও কেরিয়ার দুইটো ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকে তাঁকে ভয় পেত। নতুন করে নিজের ফিল্মি কেরিয়ার শুরু করতে চান জুবের।