ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪২ রান করল অস্ট্রেলিয়া

নাগপুর, ১ অক্টোবর (হি.স.): রবিবার ভারতের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ২৪২ রান করল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। মার্কাস স্টোইনিস ৪৬ এবং ট্রেভিস হেড ৪২ রান করেছেন। ভারতের হয়ে বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ দু’টি এবং ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ড্য ও কেদার যাদব একটি করে উইকেট নিয়েছেন। টসের সময় অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছিলেন যে গত ম্যাচের মতো আজও তাঁর দল ভারতের সামনে বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করতে চায়। কিন্তু, আপাতত যা পরিস্থিতি তাতে তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আজ প্রথম উইকেটটি নেন হার্দিক পাণ্ড্য। তাঁর বলে জসপ্রীত বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অ্যারন ফিঞ্চ (৩২)। এরপর অজি অধিনায়ক স্টিভ স্মিথকে (১৬) ফেরান কেদার যাদব। ওয়ার্নার, পিটার হ্যান্ডসকম্ব ও হেডকে ফেরান অক্ষর। স্টোইনিস ও ম্যাথু ওয়েডকে ফেরান বুমরাহ। জেমস ফকনার রান আউট হন। অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ বলে নাথান কোল্টার-নাইলকে বোল্ড করে দেন ভুবনেশ্বর।

অস্ট্রেলিয়া দলে এদিন একটা বদল হয়। অসুস্থ কেন রিচার্ডসনের বদলে দলে আসেন জেমস ফকনার। ভারতীয় দলে তিনটি বদল হয়। বাদ পড়েন উমেশ যাদব, মহম্মদ শামি ও যুজবেন্দ্র চাহল। তাঁদের বদলে দলে আসেন ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। এই ম্যাচ জিতলেই ফের আইসিসি একদিনের র্যা ঙ্কিংয়ের শীর্ষে উঠে আসবে ভারত। সেই লক্ষ্যেই খেলতে নেমেছেন বিরাট কোহলিরা। বোলাররা ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ২৪৩ রানের টার্গেট কঠিন নয়। ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স দেখাতে পারলেই ভারত ৪-১ ফলে সিরিজ জিতবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *