সবার জন্য বিনামূল্যে ডায়ালিসিস আশা কর্মীদের বাড়ল ইনসেনটিভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজ্যের যেসব সরকারী হাসপাতালে ডায়ালিসিস এর ব্যবস্থা রয়েছে সেগুলিতে আগামী ১৫ আগষ্ট থেকে সবার জন্য বিনামূল্যে এই পরিষেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আজকের মন্ত্রিসভার বৈঠকে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এ সংবাদ জানান তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ তিনি জানান, এতদিন সরকারী হাসপাতালে বিনামূল্যে ডায়ালিসিস এর সুযোগ পেতেন শুধু রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা (আর এস বি ওয়াই)-র আওতায় সুবিধাভোগী বি পি এল ভুক্ত রোগীরা৷ আগামী ১৫ আগষ্ট থেকে সবাই বিনামূল্যে এই সুবিধা পাবেন৷ উল্লেখ্য, বর্তমানে রাজ্যে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ ও জিবি পন্থ হাসপাতাল, আই জি এম হাসপাতাল এবং গোমতী জেলা হাসপাতালে ডায়ালিসিস এর ব্যবস্থা আছে৷ এছাড়াও আজকের মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তরে জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কর্মরত অ্যাক্রিডিটেড সোশাল হেলথ এক্টিভিষ্ট (আশা) কর্মীদের কাজের মধ্যে ৮টি ক্যাটাগরিতে ইনসেনটিভের অর্থের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জননী সুরক্ষা যোজনার আওতায় গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা সুনিশ্চিতকরণ, গর্ভবর্তী মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য নিয়ে যাওয়া, সন্তান প্রসবের পর বাড়িতে সন্তানের যত্ন ইত্যাদি দেখতে যাওয়া, পূর্ণ টীকাকরণ, ম্যালেরিয়ার রক্তের নমুনা কিটে সংগ্রহ করে হাসপাতালে পরীক্ষার জন্য পৌঁছে দেওয়া, মা কর্মসূচিতে মায়েদের নিয়ে ত্রৈমাসিক সভা করে বাচ্চাদের খাওয়ানোর পদ্ধতি নিয়ে আলোচনা করা প্রভৃতি৷ আশা কর্মীরা মূলত ২৫টি ক্যাটাগরির ৩১ ধরণের কাজ করেন৷ ন্যাশন্যাল হেলথ মিশনের স্কিমে আশা কর্মীদের এই ৩১ ধরণের কাজের জন্য কেন্দ্র থেকে এতদিন যে টাকা দেওয়া হত তার সঙ্গে রাজ্য সরকার ৩৩৩৩ শতাংশ অতিরিক্ত ইনসেনটিভ হিসেবে প্রদান করত৷ আজকের মন্ত্রিসভার বৈঠকে আশা কর্মীদের ৮টি ক্যাটাগরির কাজের ক্ষেত্রে রাজ্য সরকার প্রদত্ত ৩৩৩৩ শতাংশ অতিরিক্ত ইনসেনটিভ বাড়িয়ে ১০০ শতাংশ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ বাকি ক্যাটাগরিগুলিতে কেন্দ্র থেকে প্রদত্ত ইনসেনটেিভর সাথে আগের মতোই ৩৩৩৩ শতাংশ হিসেবে অতিরিক্ত ইনসেনটিভ প্রদান করবে রাজ্য  সরকার৷ ৮টি ক্যাটাগরির কাজে ইনসেনটিভের অর্থের পরিমাণে ১০০ শতাংশ বাড়ানোর ফলে প্রতি বছর রাজ্য সরকারের অতিরিক্ত ২ কোটি ৪ লক্ষ টাকা ব্যয় হবে বলে তিনি জানান৷