নয়াদিল্লি ৪ আগস্ট (হি.স): এই মুহুর্তে রাজ্যসভায় দেশের সংখ্যা গরিষ্ট দল বিজেপি| তাদের রাজ্যসভায় সদস্য সংখ্যা ৫৮ জন সাংসদ|
বৃহস্পতিবার মধ্যপ্রদেশ থেকে বিজেপি সাংসদ শ্রীমতি সম্পতিয়া উইকে রাজ্যসভায় মনোনীত হলে সেখানে তাদের সদস্য সংখ্যা বেড়ে হয় ৫৮ জন | যেখানে কংগ্রেসের সাংসদ সংখ্যা ৫৭ জন| এর পরেই রয়েছে মুলায়মের দল সমাজবাদী পার্টি| তাদের সাংসদ সদস্যের সংখ্যা ১৮ জন| এর আগে বিজেপির কোনও দিন এত সদস্য সংখ্যা ছিল না | অটলবিহারী বাজপেয়ীর আমলে রাজ্যসভায় বিজেপির সাংসদ ছিল ৫০ জন| এই প্রথম সংসদের ইতিহাসে উচ্চকক্ষে বিজেপি এই সাফল্য লাভ করেছে|
প্রসঙ্গত বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মনোনীত সাংসদ শ্রীমতি সম্পতিয়া উইকে কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি প্রয়াত অনিলমাধব ডেভের স্থলাভিসিক্ত হন| রাজ্যসভার ইতিহাসে এই প্রথম উচ্চকক্ষে কংগ্রেসের থেকে বেশি আসন সংখ্যা পেল বিজেপি|
উল্লেখ্য, দেশের ২৯ টি রাজ্যের মধ্যে ১৮ টি রাজ্যই বিজেপির দখলে| যেখানে এই মুহুর্তে কংগ্রেস ক্ষমতায় আছে মাত্র ৬ টি রাজ্যে| এই প্রথম দেশের মধ্যে বিজেপি এত বড় সাফল্য পেয়েছে|

